মেহেরপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে পুলিশ সুপার এস এম মুরাদ আলি ও মেহেরপুর পৌর সভার মেয়র মাহফুজুর রহমান রিটন মেহেরপুরের কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শণ করেছেন। বৃহস্পতিবার দুপুরে শহীদ মিনার পরিষ্কার-পরিচ্ছন্নসহ সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে কিনা তা সরেজমিনে গিয়ে পর্যবেক্ষণ করেন। একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ ও দিবসটি যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক পরিস্থিতির উপর নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ এবং পৌর সভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।