মেহেরপুরের পিরোজপুর গ্রামের বাজার পাড়ার হেদায়েতুল্লাহ মাস্টার এর কলাবাগান থেকে এক মধ্য বয়সি নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন পুলিশ।
মেহেরপুর সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মেহেরপুরের পিরোজপুর গ্রামের বাজার পাড়ার হেদায়েতুল্লাহ মাস্টার এর কলাবাগান থেকে মধ্য বয়সি এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। লাশ শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে। লাশ শনাক্ত হলে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে।