মেহেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকবৃন্দের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় মেহেরপুর জেলা সিভিল সার্জন অফিস মিলনায়তনে এ ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডাঃ মোঃ জওয়াহেরুল আনাম সিদ্দিকীর সভাপতিত্বে সিভিল সার্জন অফিসের উদ্যোগে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন সভায় বক্তব্য রাখেন মেহেরপুর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ ফয়সাল কবীর, ই পি আই সুপার আঃ সালাম।
এ সময় ওরিয়েন্টেশন সভায় মেহেরপুরের বিভিন্ন টেলিভিশন, পত্রিকা ও অনলাইন মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।