মেহেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ নভেম্বর) সকাল ১০ টার দিকে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা প্রশাসক ড.মুহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) লিংকন বিশ্বাস, পি.পি অ্যাড. পল্লব ভট্টাচার্য, জেলা তথ্য কর্মকর্তা মোঃ মামুন হক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন প্রমুখ।
এ সময় গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, মুজিবনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ জিয়াউদ্দিন বিশ্বাস, গাংনী পৌর মেয়র আহমেদ আলী, মেহেরপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফজলুল হক মন্টু, পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম বাবলু বিশ্বাস, বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেন, বাড়াদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোমিনুল ইসলাম মমিন, প্রধান শিক্ষক শাস্বত্য নিপ্পন উপস্থিত ছিলেন।