স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ মে) সকাল দশটায় মেহেরপুর জেলা সমবায় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন জেলা কর্মকর্তা প্রভাষ চন্দ্র বালা।
২০২৩-২০২৪ অর্থবছরে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তির আওতায় ই-গভর্ণ্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়নের জন্য সমবায় বিভাগীয় কর্মকর্তা ও সমবায়ীদের অংশগ্রহণে মেহেরপুর জেলা সমবায় কার্যালয় এ কর্মশালার আয়োজন করে।
বঙ্গবন্ধুর দর্শন, সমবায় উন্নয়ন এ প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুর সদর, মুজিবনগর ও গাংনী উপজেলার ১৪ টি সমবায় সমিতি হতে মোট ২৫ জন সদস্য কর্মশালায় অংশগ্রহণ করেন।
সহকারী প্রশিক্ষক রোকনুজ্জামান তুষার এর সঞ্চালনায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের বিভিন্ন বিষয়ে তুলে ধরে বক্তব্য রাখেন জেলা সমবায় কার্যালয়ের উপ-সহকারী নিবন্ধক এনামুল হক। পরে পাঁচটি গ্রুপ সদস্যদের সমন্বয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার সম্ভাব্য সমস্যা ও সমাধান বিষয়ে বিস্তারিত আলোচনা হয় ও গ্রুপ লিডারের মাধ্যমে তা উপস্থাপিত হয়।
অনুষ্ঠানের শেষাংশে সার্বজনীন পেনশন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন জেলা সমবায় কর্মকর্তা প্রভাষ চন্দ্র বালা।
এ সময় গাংনী উপজেলা সমবায় কর্মকর্তা মাহবুবুল হকসহ কর্মশালায় অংশগ্রহণ করতে আসা বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।