মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র অভিযানে টিপু সুলতান (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২৭ বোতল ফেনসিডিল। টিপু সুলতান সদর উপজেলার কোলা গ্রামের পশ্চিম পাড়ার আসাদুল হকের ছেলে। বুধবার বিকেল সোয়া চারটার দিকে সদর উপজেলার কোলা গ্রামের পশ্চিম পাড়ার টিপু সুলতানকে আটক ও তার বাড়ি থেকে ২৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি জুলফিকার আলী জানান, কোলা গ্রামের পশ্চিম পাড়ায় টিপু সুলতান তার নিজ বাড়িতে ফেনসিডিল বিক্রী করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এস আই অজয় কুমার কুন্ডু, এ এস আই আহসান হাবীব ও জসিম উদ্দীন অভিযান চালিয়ে টিপু সুলতানকে আটক ও তার বাড়ি থেকে ২৭ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। এ বিষয়ে টিপু সুলতানের বিরুদ্ধে সদর থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।