মেহেরপুরে নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বাজারজাত করার অপরাধে ৩ মিষ্টির দোকান মালিককে ৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে বড় বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ জরিমানা আদায় করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় মোট ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন দাশগুপ্ত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেনর্্যাবের একটি টিম।