মেহেরপুরে নবাগত পুলিশ সুপার (এসপি) হিসেবে রাফিউল আলম যোগদান করেছেন। বৃহস্পতিবার খুলনা বিভাগীয় কার্যালয়ে যোগদান শেষে মেহেরপুরে এসে পৌঁছালে অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পুলিশ সুপার কার্যালয় চত্বরে মেহেরপুর জেলা পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপার (এসপি)কে গার্ড অব অনার প্রদর্শন করেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার, সদর থানা ওসি শাহ দারা, ডিবি’র ওসি জুলফিকার আলীসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।