নানা আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুরে মহান বিজয় দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনটি সূচনা করা হয়।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা উত্তোলন করেন এ সময় সেখানে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন করা হয়। জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খান প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। মহান বিজয় দিবস প্যারেডে বাংলাদেশ পুলিশ, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ও ভিডিপি, বিএনসিসি সরকারি কলেজ, বিএনসিসি সরকারি মহিলা কলেজ,বিএনসিসি সরকারি বালক উচ্চ বিদ্যালয়,মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এন্ড বিএম কলেজ,মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বিএম কলেজ,সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, স্কাউট সরকারি বালক উচ্চ বিদ্যালয়, জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, সরকারি শিশু পরিবার।
এছাড়াও এ এল এম জিয়াউল হক ফ্রেন্ডস ফাউন্ডেশন, মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, কবি নজরুল শিক্ষা মঞ্জিল, বাংলাদেশ পুলিশ বাদক দল,বাদক দল মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় সরকারি মহিলা কলেজ রোভার দল, মেহেরপুর মহিলা দাখিল মাদ্রাসা, মেহেরপুর দারুল উলুম আহমদিয়া মাদ্রাসা, জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, হাজী গোলাম কাওছার গ্লোরিয়াস প্রি-ক্যাডেট একাডেমি,মেহেরপুর কিন্টার গার্ডেন,বি এম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, নতুন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,বড়বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, শহীদ ক্যাপ্টেন আশরাফুল হাফিজ খান দৃষ্টিনন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয়,হোলি পাবলিক স্কুল এন্ড কলেজ শিশু কানন বিদ্যালয় সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা মহড়ায় অংশগ্রহণ করেন।
পরে জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খান শান্তির প্রতীক পায়রা ও বেলুন ওড়ান এবং মেহেরপুর বাসীর উদ্দেশ্যে ভাষণ দেন। পরে সেখানে মনোজ্ঞ শরীরচর্চা প্রদর্শন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এতে কুচকাওয়াজে ক গ্রুপে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বিএম কলেজ প্রথম, একই বিদ্যালয়ের গার্ল ইন স্কাউট দ্বিতীয়, জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ তৃতীয়, খ বিভাগে জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ প্রথম, গ্লোরিয়াস প্রি ক্যাডেট একাডেমী দ্বিতীয়, বড়বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় তৃতীয় পুরস্কার লাভ করেন।
এদিকে স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত শরীরচর্চা প্রদর্শনী ক গ্রুপে সরকারি শিশু পরিবার প্রথম, মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় গার্ল গাইড দ্বিতীয়, মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের স্কাউট তৃতীয় পুরস্কার লাভ করেন। খোয়া বিভাগে বড় বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রথম, গ্লোরিয়াস প্রি ক্যাডেট একাডেমী দ্বিতীয় এবং কালেক্টরেট স্কুল তৃতীয় পুরস্কার লাভ করেন। পরে পুরস্কার বিতরণ করা হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এর আগে প্রত্যুষে মহান বিজয় দিবসে ৫০ বছর পূর্তি উপলক্ষে ৫০ বার তোপধ্বনি করা হয়।
এ সময় পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, জেলা ও দায়রা জজ মোঃ ওয়ালীউর রহমান, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসূল, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মুজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, অপু সারোয়ার, পিপি পল্লব ভট্টাচার্য, জেলা কমান্ড্যান্ট আনসার ও ভিডিপি রাকিবুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইয়ারুল ইসলাম,জেলা পরিষদের সাবেক প্রশাসক অ্যাডভোকেট মিয়াজান আলী, প্রফেসর হাসানুজ্জামান মালেক, সদর থানার ওসি শাহা দারা সহ সরকারি কর্মকর্তা কর্মচারীগণ সেখানে উপস্থিত ছিলেন।