মেহেরপুরে চেকপোস্ট বসিয়ে রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল আটক এবং মামলা দায়ের করেছে সদর থানা ও ট্রাফিক পুলিশ। মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মেহেরপুর শহরের কলেজ মোড়, বড়বাজার এলাকাসহ বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
এ সময় হেলমেট বিহীন গাড়ি চালানোসহ মোটরসাইকেলের বৈধ কাগজপত্র না থাকায় ১৬টি মোটরসাইকেল আটক এবং ১০টির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। অভিযানে মেহেরপুর সদর থানা অফিসার ইনচার্জ শাহ দারা খান, সেকেন্ড অফিসার এস আই মতিন, এস আই আবুল হাশেম, ট্রাফিক ইন্সপেক্টর ফেরদৌস হাসান, গৌরাঙ্গ পাল, ট্রাফিক সার্জেন্ট মিল্টনসহ পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।