মেহেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন মারাত্মকভাবে আহত হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার বারাদি বাজার ও রাজনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে বারাদি বাজার এলাকায়, ইজিবাইক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ইজিবাইক থেকে ছিটকে পড়ে সায়েম (১১) নামের একটি শিশু মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে মেহেরপুর সদর হাসপাতালে নিয়ে আসে। আহত শিশু সায়েম চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গঙ্গামারি গ্রামের নাজমুল হকের ছেলে।
অপরদিকে, মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে নসিমন (শ্যালো ইঞ্জিনচালিত যান) উল্টে রাসেল (২০) ও সাজেদুর রহমান (১৯) নামের দু’জন মারাত্মকভাবে আহত হয়। সংবাদ পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা দেন। তবে শিশু সায়েম ও রাসেলের অবস্থার অবনতি দেখা দিলে তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। আহত রাসেল মেহেরপুর সদর উপজেলা সুবিদপুর গ্রামের মোতালেব হোসেনের ছেলে এবং সাজেদুর রহমান একই গ্রামের আব্দুল আজিজের ছেলে।