মেহেরপুরে বজ্রপাতে জিয়ারুল ইসলাম (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সেই সাথে আহত হয়েছে মফিজুল ইসলাম (৪৫) ও হাবিব (৪০) নামের আরও দুই কৃষক।
মঙ্গলবার সকালের দিকে বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত জিয়ারুল ইসলাম সদর উপজেলার উজলপুর গ্রামের খোদাবক্সের জামাতা ও আহত মফিজুল একই গ্রামের জাফর আলীর ছেলে এবং হাবিব আবুল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ৩ জন কৃষক সকালে ধানের চারা সংগ্রহের জন্য মাঠে গিয়েছিলেন এ সময় বৃষ্টি শুরু হয়। এক পর্যায়ে প্রচন্ড শব্দে বজ্রপাত ঘটে। বজ্রপাতে জিয়ারুল ইসলাম, মফিজুল ও হাবিব ভীষণ অসুস্থ হয়ে পড়ে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জিয়ারুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত মফিজুল হাবিবকে প্রাথমিক চিকিৎসা দেন।