আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে মেহেরপুরে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার এক যুগ পূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১ টায় মেহেরপুর রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রতিদিন পত্রিকার মেহেরপুর জেলা প্রতিনিধি মাহবুবুল হক পোলেন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর পৌর মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন। বিশেষ অতিথি ছিলেন মুজিবনগর ডিগ্রী কলেজের প্রভাষক ও লেখক হেলাল ওসমান, মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান, মেহেরপুর হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল সিমন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন তৌহিদুল ইসলাম। সাংবাদিক মিনারুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর রিপোর্টার্স ক্লাবের সম্পাদক আতিক স্বপন, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, অর্থ সম্পাদক এস আই বাবু, সাংবাদিক মিজানুর রহমান জনি, রাব্বি আহম্মেদ, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার শিশু পাঠক রাফিদুল হক প্রমূখ। এ সময় সাংবাদিক হামিদুল ইসলাম, সাঈদ হোসেন, নিশান সাবের, লিটন মাহমুদ, সোহাগ মন্ডল, আব্দুল্লাহ আল মুনিব, রাসেদ খান, সজিবুল, সান, সাইদ, সোহান প্রমুখ উপস্থিত ছিলেন।