মেহেরপুরে যাত্রীবাহি বাসের ধাক্কায় মারুফা খাতুন (৪৫) নিহত ও তার স্বামী গোলাম মোস্তফা (৪৮) আহত হয়েছেন। গোলাম মোস্তফা মেহেরপুর সদর উপজেলার আমদহ গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে মেহেরপুর জেলা শহরের সরকারী ডিগ্রী কলেজ মোড়ে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গোলাম মোস্তফা তার স্ত্রী মারুফাকে নিয়ে মোটরসাইকেলযোগে মেহেরপুর ওয়াপদা মোড় থেকে সরকারী ডিগ্রী কলেজ সড়ক হয়ে বাড়ি ফিরছিলেন। সরকারী ডিগ্রী কলেজ মোড়ে পৌছালে, পিছন দিক থেকে আসা একটি যাত্রীবাহি বাস তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। বাসের ধাক্কায় মোটরসাইকেলের পিছনে বসা মারুফা খাতুন ও তার স্বামী গোলাম মোস্তফা মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক মারুফা খাতুনকে মৃত ঘোষণা করেন এবং আহত গোলাম মোস্তফাকে প্রাথমিক চিকিৎসা দেন।
মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নিহতের লাশ রাতেই উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।শুক্রবার ময়না তদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে নেয়া হবে।