বিশ্ব যক্ষা দিবস উদযাপন উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বিশ্ব যক্ষা দিবস উপলক্ষে মেহেরপুর সিভিল সার্জন অফিসের সামনে মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে মেহেরপুর জেলা সিভিল সার্জন অফিস মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে, মেহেরপুর জেলা নাটাব,ও ব্র্যাকের সহযোগিতায়, সিভিল সার্জন ডাঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে “মুজিব বর্ষের অঙ্গীকার, যক্ষা মুক্ত বাংলাদেশ গড়ার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বক্তব্য রাখেন মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপার ডাঃ রফিকুল ইসলাম, মেহেরপুর বিএমএ-এর সাধারণ সম্পাদক ডাঃ আবু তাহের সিদ্দিকী, নাটাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ইপিআই সুপার আব্দুস সালাম, ব্র্যাকের ব্যবস্থাপক আবু হানিফ প্রমূখ। সভায় মূল প্রতিপাদ্দের উপরে বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ ফয়সাল হারুন।