মেহেরপুর সদর উপজেলা সমবায় অফিসের উদ্যোগে তেরঘরিয়া আশ্রয়ন বহুমূখী সমবায় সমিতিতে চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে সমিতির ঋণের সার্ভিস চার্জের বিভাজন অনুযায়ী সমিতি ও ব্যক্তির অংশ অনুযায়ী চেক বিতরণ করা হয়।
মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব চেক বিতরণ করেন । এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ ইয়ারুল ইসলাম, সদস্য সচিব ও উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপন, ভারপ্রাপ্ত উপজেলা সমবায় অফিসার জাহাঙ্গীর আলম প্রমূখ উপস্থিত ছিলেন।