মেহেরপুরে পারিবারিক কলহের জের ধরে স্বপন আলী (২৬) নামের এক যুবক বিষপানে আত্মহত্যা চেষ্টা করেছে। সোমবার (১৬/০৮/২০২১) সকাল সাড়ে ১০টার দিকে সে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। স্বপন আলী মেহেরপুর সদর উপজেলার রামনগর গ্রামের গাজীপাড়ার সেকেন্দার আলীর ছেলে।
স্বপন আলীর পরিবার সূত্রে জানা যায়,পারিবারিক কলহের জের ধরে জমিতে পোকামারা বিষ পানে আত্মহত্যা চেষ্টা করে স্বপন আলী। বিষয়টি জানাজানি হলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক স্বপন আলীকে বিষমুক্ত করেন। তার শরীরের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য তাঁকে ভর্তি রাখা হয়।