মেহেরপুরে অভিযান চালিয়ে ৬টি অবৈধ ইটভাটার মালিককে ১৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৬ জানুয়ারী) মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন ইনফোর্সমেন্ট উইংসের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহিদা পারভীন।
অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারা লংঘনের দায়ে মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের ফাইভএসবি, আরএসবিসি ও মোয়াজ এবং বামন্দি নিশিপুর গ্রামের এমএসআরএফএল, বিজিএল ও সিবিএল ইট ভাটার ৫ মালিককে ২ লাখ ৫০ হাজার টাকা করে এবং এক জনকে ২ লাখসহ মোট ৬টি ইটভাটার মালিককে ১৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহিদা পারভীন।