নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেহেরপুরের মুজিবনগর ও গাংনী উপজেলার ৯ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে প্রার্থী মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।
শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের সভানেত্রীর কার্যালয়ে মনোনয়ন বোর্ডের সভায় এই মনোনয়ন চূড়ান্ত করা হয়।
মুজিবনগর উপজেলায় ৪টি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীরা হলেন- বাগোয়ান ইউনিয়ন- কুতুব উদ্দিন, দারিয়াপুর ইউনিয়ন – মোস্তাকিম, মোনাখালী ইউনিয়ন- রফিকুল ইসলাম গাইন ও মহাজনপুর ইউনিয়ন-আমান হোসেন।
অন্যদিকে, গাংনী উপজেলার কাথুলী ইউনিয়ন- গোলজার হোসেন, তেতুঁলবাড়িয়া ইউনিয়ন- আব্দুল্লাহ আল মামুন, সাহারবাটি ইউনিয়ন- মশিউর রহমান, মটমুড়া ইউনিয়ন- আবুল হাশেম বিশ্বাস ও বামন্দি ইউনিয়ন- ওবায়দুর রহমান কমল।
প্রার্থিতা ঘোষণা হওয়ার পরপরই এলাকায় শুরু হয়েছে নির্বাচনের আমেজ।