বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮:২৪ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত মেহেরপুরে ভিড় বেড়েছে পুরাতন কাপড়ের দোকানগুলোতে গাংনীর ইটভাটা গুলোতে পুড়ছে গড়ে প্রতিদিন ২০ হাজার মন কাঠ, পরিবেশের জন্য হুমকি, রয়েছে স্বাস্থ্য ঝুঁকি গাংনীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক স্কুল ছাত্রের মৃত্যু গাংনীতে সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত মেহেরপুরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার  গাংনীতে অস্ত্র, গুলি ও সরকারি কৃষি পণ্যসহ ইউপি সদস্য আটক গাংনীতে  পানিতে ডুবে শিশুর মৃত্যু মেহেরপুরে তিন ডাকাত আটকের ঘটনায় পুলিশ সুপারের প্রেস ব্রিফিং গাংনীতে আলাদা অভিযানে ২২ কেজি গাঁজা, ফেনসিডিল ও নগদ অর্থসহ আটক-৪

মেহেরপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি’র কামরুল হাসান সভাপতি ও আ.লীগের জুয়েল সাঃ সম্পাদক নির্বাচিত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ৫০৫ বার পঠিত

মেহেরপুর জেলা আইনজীবী সমিতির ২০২২ সনের বার্ষিক নির্বাচন শুক্রবার (২৫ নভেম্বর) সম্পন্ন হয়েছে। এদিন সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মেহেরপুর জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সমিতির মোট ১শত ২৬জন ভোটারের মধ্যে ১শত ১১জন আইনজীবী তাদের ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।

এবারের নির্বাচনে মোট ১৫টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩০ জন প্রার্থী।

শুক্রবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৬টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট বিমল কুমার। তাকে নির্বাচনের ফলাফল ঘোষণায় সহযোগিতা করেন সহকারী নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সুজন কুমার মণ্ডল ও অ্যাডভোকেট শফিউদ্দিন।

এতে বিএনপি’র প্রার্থী অ্যাডভোকেট কামরুল হাসান সভাপতি ও আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট খ ম ইমতিয়াজ বিন হারুন (জুয়েল) সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, বিএনপি’র প্রার্থী এডভোকেট কামরুল হাসান ৬১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মিয়াজান আলী পেয়েছেন ৪৮ ভোট।

বিএনপি’র রফিকুল ইসলাম ৬০ ভোট পেয়ে সহ-সভাপতি-১ ও হাসান মাহবুবুর রহমান (মুকুল) ৫৩ ভোট পেয়ে সহ-সভাপতি-২ নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের গোলাম মোস্তফা ৫১ ও নজরুল ইসলাম পেয়েছেন ৫০ ভোট।

আওয়ামী লীগের খ ম ইমতিয়াজ বিন হারুন (জুয়েল) ৫৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র এএসএম সাইদুর রাজ্জাক ৫৩ ভোট পেয়েছেন।

বিএনপি’র রফিকুল ইসলাম-(২) ৬২ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক-১ ও আওয়ামী লীগের কে এম নুরুল হাসান রঞ্জু ৫২ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক-২ নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি’র আরিফুজ্জামান ৫০ ভোট ও আওয়ামী লীগের শাহরিয়ার মাহমুদ শাওন ৪৫ ভোট।

বিএনপি’র এহসান উদ্দিন মনা ৫৪ ভোট পেয়ে কোষাধক্ষ পদে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের রোকেয়া খাতুন পেয়েছেন ৫৩ ভোট।

বিএনপি’র সাইফুল ইসলাম (সাহেব) ৫৯ ভোট পেয়ে গ্রন্থাগার ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নুরজামাল (জামান) পেয়েছেন ৪৬ ভোট।

সদস্য পদে বিএনপি’র মখলেছুর রহমান খান (স্বপন) ৬৬ ভোট, বিএনপি সেলিম রেজা কল্লোল ৬২ ভোট, শফিউল আজম খান (বকুল) ৬১ ভোট, সেলিম রেজা গাজী ৬০ ভোট, ফয়সাল নাসরুল্লাহ কনক ৫৯ ভোট, সেলিম রেজা ৫৫ ভোট ও খুরশিদা খাতুন ৫৪ ভোট নির্বাচিত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo