মেহেরপুর জেলা আইনজীবী সমিতির ২০২২ সনের বার্ষিক নির্বাচন শুক্রবার (২৫ নভেম্বর) সম্পন্ন হয়েছে। এদিন সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মেহেরপুর জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সমিতির মোট ১শত ২৬জন ভোটারের মধ্যে ১শত ১১জন আইনজীবী তাদের ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।
এবারের নির্বাচনে মোট ১৫টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩০ জন প্রার্থী।
শুক্রবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৬টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট বিমল কুমার। তাকে নির্বাচনের ফলাফল ঘোষণায় সহযোগিতা করেন সহকারী নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সুজন কুমার মণ্ডল ও অ্যাডভোকেট শফিউদ্দিন।
এতে বিএনপি’র প্রার্থী অ্যাডভোকেট কামরুল হাসান সভাপতি ও আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট খ ম ইমতিয়াজ বিন হারুন (জুয়েল) সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, বিএনপি’র প্রার্থী এডভোকেট কামরুল হাসান ৬১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মিয়াজান আলী পেয়েছেন ৪৮ ভোট।
বিএনপি’র রফিকুল ইসলাম ৬০ ভোট পেয়ে সহ-সভাপতি-১ ও হাসান মাহবুবুর রহমান (মুকুল) ৫৩ ভোট পেয়ে সহ-সভাপতি-২ নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের গোলাম মোস্তফা ৫১ ও নজরুল ইসলাম পেয়েছেন ৫০ ভোট।
আওয়ামী লীগের খ ম ইমতিয়াজ বিন হারুন (জুয়েল) ৫৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র এএসএম সাইদুর রাজ্জাক ৫৩ ভোট পেয়েছেন।
বিএনপি’র রফিকুল ইসলাম-(২) ৬২ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক-১ ও আওয়ামী লীগের কে এম নুরুল হাসান রঞ্জু ৫২ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক-২ নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি’র আরিফুজ্জামান ৫০ ভোট ও আওয়ামী লীগের শাহরিয়ার মাহমুদ শাওন ৪৫ ভোট।
বিএনপি’র এহসান উদ্দিন মনা ৫৪ ভোট পেয়ে কোষাধক্ষ পদে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের রোকেয়া খাতুন পেয়েছেন ৫৩ ভোট।
বিএনপি’র সাইফুল ইসলাম (সাহেব) ৫৯ ভোট পেয়ে গ্রন্থাগার ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নুরজামাল (জামান) পেয়েছেন ৪৬ ভোট।
সদস্য পদে বিএনপি’র মখলেছুর রহমান খান (স্বপন) ৬৬ ভোট, বিএনপি সেলিম রেজা কল্লোল ৬২ ভোট, শফিউল আজম খান (বকুল) ৬১ ভোট, সেলিম রেজা গাজী ৬০ ভোট, ফয়সাল নাসরুল্লাহ কনক ৫৯ ভোট, সেলিম রেজা ৫৫ ভোট ও খুরশিদা খাতুন ৫৪ ভোট নির্বাচিত হয়েছেন।