মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে মেহেরপুর জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ মিয়াজান আলীর সভাপতিত্বে মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ ফরিদুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন পিপি পল্লব ভট্টাচার্য, মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ মারুফ আহমেদ বিজন, ইয়ারুল ইসলাম,শফিকুল ইসলাম, খ ম হারুন ইমতিয়াজ বিন জুয়েল, আব্দুল্লাহ আল মামুন রাসেল, আসাদুল আজম খোকন প্রমূখ। সাধারণ সভায় আসন্ন মেহেরপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের নাম ঘোষণা করা হয়। এডভোকেট বিমল কুমারকে প্রধান নির্বাচন কমিশন এবং অ্যাডভোকেট সুজন কুমার এবং শফিউদ্দিনকে সদস্য করে তিন সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। নভেম্বরের শেষ দিকে মেহেরপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।