সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০৬:০৭ অপরাহ্ন

মেহেরপুর জেলা জামায়াত ইসলামী বাংলাদেশ-এর আমীরের আদালতে আত্মসমর্পণ

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮২৭ বার পঠিত

মেহেরপুর জেলা জামায়াত ইসলামী বাংলাদেশ এর সাবেক আমীর এবং সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ছমিরউদ্দিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। রোববার বেলা সাড়ে ১১ টার দিকে আলহাজ্ব ছমির উদ্দিন মেহেরপুরে জেলা স্পেশাল ট্রাইবুনাল ১ম আদালতে আত্মসমর্পণ করলে আদালতের বিজ্ঞ বিচারক মোহাম্মদ ওয়ালিউল ইসলাম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল আদালতে তৎকালীন জামায়াতের নায়েবে আমির মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় ঘোষণা করার পর জামাত ইসলামের ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে সন্ধ্যার পর হঠাৎ করে মেহেরপুর শহরের কোর্ট এলাকা থেকে বড় বাজার পর্যন্ত জামায়াতে ইসলামী বাংলাদেশ ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা ঝটিকা তাণ্ডব চালিয়ে রাস্তার দু’পাশের ব্যবসা প্রতিষ্ঠান ব্যাপক ভাঙচুর করে ও অগ্নিসংযোগ করে। ওই সময় ১০ লক্ষাধিক টাকার মালামাল ক্ষয়ক্ষতি সহ পুরো শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় তৎকালীন মেহেরপুর সদর থানার এসআই গাজী ইকবাল হোসেন বাদী হয়ে ১৯৭৪ সালের স্পেশল পাওয়ার অ্যাক্ট এর ১৫,১৬(২) তৎসহ ১৪৩/ ১৪৮/ ৩৩২/ ৩৫৩/ ৪৩৫/৪২৭ পেনাল কোড-এ একটি মামলা দায়ের করেন। ওই মামলায় তৎকালীন মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর আমির আলহাজ্ব ছমির উদ্দিনকে ৮ নম্বর আসামি করাসহ মামলায় মোট ৭৬ জনকে আসামি করা হয় এবং ৩০০-৩৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। ওই মামলায় আজ জেলা স্পেশাল ট্রাইবুনাল ১ম আদালতে আলহাজ্ব ছমিরউদ্দিন আত্মসমর্পণ করলে আদালতের বিজ্ঞ বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে পুলিশ প্রহরায় তাকে কারাগারে প্রেরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo