মেহেরপুরের মুজিবনগর থেকে সরকার বিরোধী ষড়যন্ত্রমূলক গোপন বৈঠক করার সময় জেলা জামাতের আমিরসহ ১৩ নেতাকর্মীকে আটক করেছে মুজিবনগর থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে শিবপুর গ্রামের একটি বাড়ি থেকে ১৩ নেতাকর্মীকে আটক করা হয়।আটককৃতরা হলেন, বল্লভপুর মুসলিমপাড়ার মৃত আবুল হোসেন খানের ছেলে মেহেরপুর জেলা জামায়াতের আমির তাহাজউদ্দীন খান (৪৮), দারিয়াপুর কাবারীপাড়ার মৃত সফল উদ্দীনের ছেলে জেলা জামায়াতের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জারসিন হুসাইন (৬৭), গৌরিনগর মসজিদ পাড়ার সিরাজুল ইসলামের ছেলে জেলা জামায়াত ইসলামে তালিমুল কুরআন বিভাগের পরিচালক মশিউর রহমান (৬২), বিশ্বনাথপুর দক্ষিনপাড়ার মোজাম্মেল হকের ছেলে মুজিবনগর উপজেলা জামায়াতের আমির খানজাহান আলী (৩৫), বিশ্বনাথপুর মালুপাড়ার মৃত আমানুল হকের ছেলে মুজিবনগর উপজেলা জামায়াতের সেক্রেটারী খায়রুল বাশার (৪২), দারিয়াপুর কান্দিপাড়ার চাদ আলীর ছেলে মুজিবনগর উপজেলা জামায়াত ইসলাম দাওয়াত বিভাগের সেক্রেটারী ফিরাতুল ইসলাম (৪৫), শিবপুর উত্তরপাড়ার মৃত ছাবেন উদ্দীন বিশ্বাসের ছেলে মুজিবনগর উপজেলা জামায়াত ইসলাম আদর্শ শিক্ষক পরিষদের সেক্রেটারী মোশারফ হোসেন (৪৬), শিবপুর মাদ্রাসা পাড়ার মৃত কিয়ামুদ্দিন গাজীর ছেলে মুজিবনগর উপজেলা জামায়াত ইসলাম শ্রমিক কল্যাণ বিভাগের সেক্রেটারী ফজলুল হক গাজী।
এদের মধ্যে জেলা, উপজেলা ও ইউনিয়ন জামায়াতের আমির ও জামায়াতের ৫ জন নারী কর্মী রয়েছেন। আটকের সময় তাদের কাছ থেকে তিনটি ককটেল, জিহাদী বই ও মোটর সাইকেল জব্দ করা হয়েছে বলে জানায় পুলিশ।
আটককৃতদের মধ্যে জেলা জামায়াতের আমির তাজউদ্দীন, মুজিবনগর উপজেলা জামায়াতের আমির খানজাহান আলী ও মোনাখালী ইউনিয়ন জামায়াতের আমির ফজু গাজী রয়েছেন।
সরকার বিরোধী ষড়যন্ত্রমূলক গোপন বৈঠক করার সময় তাদেরকে আটক করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
মুজিবনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাসেম জানান, মোনাখালী ইউনিয়ন জামায়াতের আমির ফজু গাজীর বাড়িতে সরকার বিরোধী ষড়যন্ত্রমূলক সভা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় মুজিবনগ থানা পুলিশের একটি দল। সেখান থেকে বাড়ির মালিকসহ ১৩ জনকে আটক করা হয়। এদের মধ্যে জামায়াতের ৫ জন নারী কর্মীও রয়েছেন। তাদের কাছ থেকে ৩টি ককটেল, জিহাদী বই ও ৫টি মোটর সাইকেল উদ্ধার করে জব্দ দেখানো হয়েছে। আটক ১৩ নেতাকর্মীর নামে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।