কুষ্টিয়ার দুই মাদক কারবারিকে ৬ বোতল ফেনসিডিলসহ আটক করেছে মেহেরপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার আকুবপুর এলাকায় অভিযান চালিয়ে ডিবি পুলিশের এএসআই হাবিবুর রহমান (নিঃ) ও ইব্রাহিম হোসেন তাদেরকে আটক করেন। এসময় তাদের কাছ থেকে ৬ বোতল ফেনসিডিল উদ্ধার ও একটি HERO HONDA মোটর সাইকেল জব্দ করা হয়। যার নম্বর নাটোর -হ- ১১-৩৯৫০ আটককৃতরা হলো- কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বানিয়াপাড়া গ্রামের মেজবাহুর রহমানের ছেলে মেহেদী হাসান ওরফে মাসুদ (৪৮) বর্তমানে কুষ্টিয়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড বড় বাজার এলাকায় বসবাস করে। অপরজন, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পশ্চিম গোট্টিয়া গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে শিহাব উদ্দীন (৩৮), বর্তমানে কুষ্টিয়া পৌরসভার ঘোড়াঘাট বড় বাজার এলাকায় বসবাস করে।
মেহেরপুর জেলা ডিবি ওসি তরিকুল ইসলাম (ভারপ্রাপ্ত) জানান, মেহেরপুরের গাংনী উপজেলার আকুবপুর গ্রামে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে দু’জনকে আটক করেন। তাদের কাছ থেকে 6 বোতল ফেনসিডিল উদ্ধার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।