মেহেরপুরে ০৬ গ্রাম হেরোইনসহ ০২ মাদক কারবারীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সদস্যরা। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাদের সদর উপজেলার হরিরামপুর গ্রাম থেকে আটক করা হয়। আটককৃতরা হলো- সদর উপজেলার যাদবপুর গ্রামের আবু বক্করের ছেলে আমিনুল ইসলাম(২৯) ও গোভিপুর গ্রামের চৌধুরীপাড়ার মৃত নূর মোহাম্মদের ছেলে মোমিন (৩৫)।
মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান, মেহেরপুর সদর উপজেলার হরিরামপুরে মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) হাবিবুর রহমান, এএসআই (নিঃ) আহসান হাবীব ও এএসআই ইব্রাহিম বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আমিনুল ইসলাম ও মোমিনকে ০৬ গ্রাম হেরোইনসহ আটক করে। আটককৃত আমিনুল ও মোমিন এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।