মেহেরপুর সদর উপজেলার দরবেশপুর গ্রামের পাকা সড়কে আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে ৩ জন যাত্রী মারাত্মক আহত হয়েছে। বুধবার বেলা ১১ টার দিকে মেহেরপুর- চুয়াডাঙ্গা পাকা সড়কের দরবেশপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলো নতুন দরবেশপুর গ্রামের বাঘপুটে আলীর ছেলে ইউসুফ আলী (৬০), একই গ্রামের কুড়ুন আলীর ছেলে নজির আলী (৪০) এবং পুরাতন দরবেশপুর গ্রামের ইবাদত আলীর ছেলে ইকরা (৪৫)।
জানা গেছে, বারাদী বাজার এবং চুয়াডাঙ্গার ভালাইপুর থেকে ছেড়ে আসা দুইটি আলমসাধু গাড়ি দরবেশপুর গ্রামে পৌঁছুলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় আলমসাধুতে থাকা ৩ জন যাত্রী গুরুতর আহত হয়।সংবাদ পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিসের একটি দল স্থলে পৌঁছায়।আহতদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা দেন।