মেহেরপুর সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের অংশে ভৈরব নদে বস্তাবন্দি এক নারীর অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যার দিকে দুর্গন্ধযুক্ত একটি বস্তা ভৈরব নদে ভাসতে দেখে গ্রামবাসী পুলিশকে খবর দেয়। বৃহস্পতিবার (২৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে মেহেরপুর সদর থানা পুলিশের একটিদল ঘটনা স্থলে উপস্থিত হন। পরে রাত ১১ টার দিকে সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রাম সংলগ্ন ভৈরব নদী থেকে লাশটি উদ্ধার করে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় নদীর পাড় দিয়ে যাতায়াতের সময় পথচারীরা দুর্গন্ধ পায়। এসময় নদীর কচুরীপনার উপর ভাসমান একটি বস্তাবন্দি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান জানান লাশটি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। লাশের পরিচয় সনাক্তে চেষ্টা চলছে।