দীর্ঘ ৬ বছর পর মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ এপ্রিল) রাত ৮টার দিকে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হয়। দীর্ঘ আলোচনা শেষে নির্বাচনের মাধ্যমে রাত পৌনে ১২টার দিকে মেহেরপুর সদর আওয়ামী লীগের বোরহানউদ্দিন চুন্নুকে সভাপতি ও মমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।
এর আগে শনিবার (০৯ এপ্রিল) দুপুর দুইটায় শহীদ শামসুজ্জোহা পার্কে মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের কাউন্সিলের প্রথম অধিবেশন শুরু হয়। প্রথম অধিবেশনে মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রসুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাহী সদস্য পারভীন জামান কল্পনা, এডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি।
মেহেরপুর জেলা আওয়ামী লীগ সদস্য বোরহানউদ্দিন এর সঞ্চালনায় উদ্বোধক ছিলেন বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন এমপি।
প্রধান আলোচক ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক। এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হয় রাত ৮ টায়। দীর্ঘ আলোচনা শেষে নির্বাচনের মাধ্যমে রাত পৌনে ১২টার দিকে মেহেরপুর সদর আওয়ামী লীগের বোরহানউদ্দিন চুন্নুকে সভাপতি ও মমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।
নব নির্বাচিত সভাপতি বোরহান উদ্দিন চুন্নু এর আগে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বর্তমানে তিনি সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম মোমিন বারাদি সাংগঠনিক ইউনিটের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বর্তমানে তিনি উপজেলা ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।
এই সময় কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাহী সদস্য পারভীন জামান কল্পনা, এডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক এম এ খালেকসহ জেলার পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।