মেহেরপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদের উপ-নির্বাচনের বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন চশমা মার্কা প্রতীকের প্রার্থী আবুল হাসেম।
তিনি পেয়েছেন ১৫ হাজার ৩শ’ ৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক যুবলীগ নেতা নিসান সাবের মাইক মার্কা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৫শ’ ৬৮ ভোট।
বুধবার (২৭ জুলাই) সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ আবু আনছার।
উপ-নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ২ লাখ ৯ হাজার ৯শ’ ৮৩ জন। তার মধ্যে ভোট প্রদান করেছেন ২৪ হাজার ৪শ’ ৭৯ জন।
উপ-নির্বাচনে সকাল ৮টা থেকে বিরতিহীন ভাবে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। উপ-নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
এছাড়া সাবেক ছাত্রলীগ নেতা শামীম উদ্দীন টিউবওয়েল মার্কা প্রতীকে ৩ হাজার ৬শ’ ৩০ ভোট ও আলফাজ হোসেন তালা মার্কা প্রতীকে পেয়েছেন ৯শ’ ৭৭ ভোট।
উপ-নির্বাচনে ১১.৬৫ ভাগ ভোট পোল হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
এদিকে আবুল হাশেম উপ-নির্বাচনে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তুরের নেতা কর্মী, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও সামাজিক সাংস্কৃতিক সংগঠণের নেতা কর্মীরাসহ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য, ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম উক্ত পদ থেকে পদত্যাগ করায় এই পদটি শুন্য হলে নির্বাচন কমিশন তফশীল ঘোষণা করেন।