র্যাবের অভিযানে ৪০ বোতল ফেনসিডিলসহ তানিয়া আক্তার (৩০) নামের এক নারী মাদক কারবারীকে আটক করেছে সিপিসি-৩, র্যাব-১২ মেহেরপুরের সদস্যরা। বুধবার (১২ জুন) সন্ধ্যা পৌনে ৭ টার দিকে মেহেরপুর সদর থানাধীন কালিগাংনী এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাকে আটক করেন। আটককৃত তানিয়া খাতুন গাংনী উপজেলার হিন্দা গ্রামের বিপ্লব মিয়ার স্ত্রী।
সিপিসি-৩, মেহেরপুর র্যাব-১২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার কমান্ডার মনিরুজ্জামান বুধবার (১২ জুন) রাত ৯ টার দিকে এক লিখিত প্রেস বিজ্ঞপ্তি মারফত এ তথ্য নিশ্চিত করেছেন।
সিপিসি-৩, র্যাব-১২ মেহেরপুর সূত্রে জানা গেছে, র্যাবের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মেহেরপুরের গাংনী উপজেলার ধলা বাজার হতে নওপাড়া বাজারগামী পাকা রাস্তায় মেহেরপুর সদর থানাধীন কালিগাংনী এলাকায় আনারুল ইসলাম মাস্টারের কৃষি জমির সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে ৪০ বোতল ফেনসিডিলসহ তানিয়া খাতুন নামে এক নারী মাদক কারবারীকে আটক করেন। জব্দকৃত ফেন্সিডিলের আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা।
আটককৃত তানিয়া খাতুনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মেহেরপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী মাদক কারবারী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য বিভিন্ন মাদকসেবীর নিকট ক্রয় বিক্রয় করে আসছিল বলেও জানান র্যাবের ওই কর্মকর্তা।