দেশে ১লা জুলাই সকাল ৬ টা হতে ৭ মধ্যরাত পর্যন্ত কঠোর লগডাউন ঘোষণা করেছে সরকার। এ চলমান লকডাউনের প্রথম দিনে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে হাট চালানোর সময় মেহেরপুর সদর উপজেলার আমঝুপি হাটে অভিযান চালিয়ে হাট বন্ধ করে দেয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকালের দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম এর নেতৃত্বে আমঝুপি হাটে অভিযান চালানো হয়। এসময় মুহূর্তের মধ্যে হাট ফাঁকা হয়ে যায়। ব্যবসায়ীরা তড়িঘড়ি করে তাদের পণ্য সরিয়ে নেন। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম বলেন আগামী ৭ দিন মেহেরপুরের কোন হাট বসানো যাবে না।
তিনি বলেন, সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কাঁচা তরিতরকারি সহ মুদিখানার দোকান খোলা রাখা যাবে। এই এক সপ্তাহে মেহেরপুরে যে কয়টি হাট রয়েছে সে হাট গুলো সম্পূর্ণরূপে বন্ধ রাখা হবে।মাসুদুল আলম বলেন এই ৭ দিন কঠোর লকডাউন চলাকালে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হোটেলে খাবার বিক্রি করা যাবে, তবে হোটেলে বসে খাবার খাওয়া যাবেনা।
অপ্রয়োজনে বাড়ির বাইরে আসলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আমঝুপি বাজারসহ আমঝুপির বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। তিনি পথচারীদের উদ্দেশ্যে বলেন অযাথা বাইরে আসা যাবেনা। জরুরী প্রয়োজনে বাইরে আসলে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়ানুর রহমান, মেহেরপুর সদর থানার এস আই শুভ উপস্থিত ছিলেন।