সরকার শিক্ষা বান্ধব ও উন্নয়ন মুখি বাজেট ঘােষণা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও পথসভা করেছে মেহেরপুরের গাংনী উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা।
শুক্রবার বিকেল ৫ টার দিকে গাংনী উপজেলা ও পৌর ছাত্রলীগের একটি আনন্দ মিছিল হাসপাতাল বাজার থেকে শুরু হয়ে গাংনী বাসস্ট্যান্ডের রেজাউল চত্বরে এসে শেষ হয়।
পৌর ছাত্রলীগের সভাপতি ডালিম রানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুনতাসির জামান মৃদুল।
পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম মোহন এর সঞ্চালনায়
পথসভায় বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহজাহান আলী, সাখাওয়াত হোসেন, জেলা প্রজন্ম লীগের সভাপতি ইউসুফ আলী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিব ইকবাল অনিক, ধানখোলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়াজ্জেল হোসেন প্রমুখ। এ সময় ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।