মেহেরপুরের গাংনীতে ৭০ বোতল ফেনসিডিলসহ অন্তর (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে বামন্দি বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। অন্তর কুষ্টিয়া সদর বাইপাইল এলাকার মনির উদ্দিন ওরফে মনা’র ছেলে।
গাংনী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, বামন্দি এলাকা দিয়ে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানা পুলিশের বামন্দী ক্যাম্প ইনচার্জ শরীফ হাবিব ও এ এস আই শেখ মোহাম্মদ বিপ্লব হোসেনসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে অন্তর নামের এক যুবককে ৭০ বোতল ফেন্সিডিলসহ আটক করেন।
আটককৃত অন্তরের বিরুদ্ধে গাংনী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের পূর্বক ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।