মেহেরপুরের গাংনীতে আগামী ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ শে মার্চ গণহত্যা দিবস এবং ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক। এ সময় গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, উপজেলা শিক্ষা অফিসার আলাউদ্দীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাশার, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুনতাজ আলী, গাংনী বাজার কমিটির সভাপতি মাহবুবুর রহমান স্বপন, ইটভাটা মালিক সমিতির সভাপতি এনামুল হকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সামাজিক সংগঠনের সদস্য, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
দিবসগুলো যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে সরকারি ও বেসরকারিভাবে বিভিন্ন পরিকল্পনা ও কর্মসূচি তুলে ধরে বক্তব্য দেন বক্তারা।