মেহেরপুরে ফেনসিডিলসহ জাকির আটক
মেহেরপুরে ৪০ বোতল ফেনসিডিলসহ জাকির হোসেন (২৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ শনিবার ভোর সাড়ে ৪ টার দিকে জাকির হোসেনকে রাজাপুর এলাকা থেকে এসআই হাবিবুর রহমান (নিঃ) ও এএসআই মাহতাবউদ্দীন অভিযান চালিয়ে আটক করেন। এ সময় তার কাছ থেকে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। জাকির হোসেন মেহেরপুর সদর উপজেলার ঝাঁ ঝাঁ গ্রামের পূর্বপাড়ার জাব্বারুল ইসলামের ছেলে।
মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান, মেহেরপুর সদর উপজেলার রাজাপুর এলাকায় মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই হাবিবুর রহমান ও এ এস আই মহাতাবউদ্দীন অভিযান চালিয়ে জাকির হোসেনকে ৪০ বোতল ফেন্সিডিলসহ আটক করেন। আটককৃত জাকির হোসেনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।