মেহেরপুরের গাংনীতে আজগর আলী নামের এক ব্যক্তির জমিতে পুঁতে রাখা ১৬টি বপনকৃত বাঁশ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। রোববার রাতের কোন এক সময় তেরাইল বিল পারের মাঠে ১৬ টি মাটিতে পুঁতে রাখা বাঁশ উপড়ে ফেলার ঘটনা ঘটে। আজগার আলী তেরাইল গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে। ক্ষতিগ্রস্ত আজগর আলী জানান, তেরাইল বিল পারের মাঠে তার নিজ জমিতে কিছু মেহেগুনি চারা ও বাঁশের ঝাড় তৈরীর উদ্দেশ্যে ১৬ টি বাঁশ জমিতে পুঁতে রাখে এবং নিয়মিত পরিচর্যা করে আসছে। গত রোববার বিকেলে প্রতিদিনের ন্যায় বাঁশের গোড়াতে পানি টেলে এসেছেন। কিন্তু সোমবার সকালে জমিতে গিয়ে দেখেন রাতের আধারে কে বা কারা ওই ১৬ টি বাঁশ সম্পূর্ণ উপড়ে ফেলে দিয়েছে।
এ বিষয়ে গাংনী থানায় একটি সাধারণ ডায়েরি করেন ক্ষতিগ্রস্ত আজগার আলী।
গাংনী থানার অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, বাঁশ উপড়ানোর ব্যাপারে গাংনী থানায় একটি সাধারণ ডায়েরী হয়েছে। বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।