জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব ১৭ উপলক্ষে মেহেরপুরের গাংনীতে উপজেলা পর্যায়ে আন্তঃ ইউনিয়ন ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেল ৪ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে গাংনী ফুটবল মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র আহম্মেদ আলী, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, রায়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম সাকলায়েন সেপু, ষোলটাকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, ধানখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আখেরুজ্জামান। এ সময় আওয়ামী যুবলীগের সবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিক, সাবেক ছাত্রলীগ নেতা ইমরান হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।
পৌরসভা ও ৯টি ইউনিয়ন মিলে মোট ১০টি টিমের মধ্যে দু’টি ভেনুতে ২৮/০৫/২০২১ ইং তারিখে শুরু হয়ে ০২/০৬/২০২১ তারিখে শেষ হবে। ভেন্যু দুটি হল- জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠ ও গাংনী পাইলট মাধ্যমিক ফুটবল মাঠ।
খেলার সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন উপজেলা ক্রীড়া পরিষদের সাধারণ সম্পাদক আতর আলী।
প্রথম দিনের উদ্বোধনী প্রতিযোগিতায় গাংনী পাইলট মাধ্যমিক ফুটবল মাঠে ষোলটাকা ইউনিয়ন ফুটবল একাদশ রায়পুর ইউনিয়ন ফুটবল একাদশকে ৩-০ গোলে হারিয়েছে। অপরদিকে, জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে মটমুড়া ইউনিয়ন ফুটবল একাদশ তেঁতুলবাড়িয়া ইউনিয়ন ফুটবল একাদশকে ২-০ গোলে হারিয়ে বিজয়ের গৌরব অর্জন করেছে।
খেলা শেষে সেরা খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।