মেহেরপুরে করোনায় আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
করোনায় আক্রান্ত মৃত ব্যক্তিরা হলো – মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের মহর আলী ছেলে বীর মুক্তিযোদ্ধা আবুল হায়াত (৭০), মেহেরপুর বাসস্ট্যান্ড এলাকার শরিফুল হকের স্ত্রী শাম্মী আক্তার (৪৩), মেহেরপুর জুগিন্দা গ্রামের আফছার আলীর ছেলে বীর মুক্তিযোদ্ধা নাজের আলী (৬৫) ও মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দি গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে বীর মুক্তিযোদ্ধা রওশন আলী(৭০)। বিশেষ সর্তকতা অবলম্বন করে করোনায় আক্রান্ত মৃত ব্যক্তিদের নিজ নিজ এলাকায় দাফনের ব্যবস্থা সম্পন্ন করা হয়।