মেহেরপুরের গাংনীতে মহান বিজয় দিবস-২০২১ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা করেছে উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার (৭ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী খানম এর সভাপতিত্বে সভায় বক্তব্য মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুন্তাজ আলী প্রমুখ।
এ সময় কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহমেদ, এমপি প্রতিনিধি মনিরুজ্জামান আতু, উপজেলা বিভিন্ন স্কুল কলেজের প্রধান শিক্ষক, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রধান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্তিত ছিলেন।