মেহেরপুরের গাংনীতে প্রকাশ্য দিবালোকে সিটি এজেন্ট ব্যাংকিংয়ের এজেন্ট খাদেমুল ইসলাম হত্যা মামলার পলাতক আসামী আক্তারুজ্জামান সেতু (২১)কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের ডবল মুরিং থানার আগ্রাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আখতারুজ্জামান সেতু মুজিবনগর উপজেলার গোপালপুর গ্রামের মধ্যপাড়ার আবুল কালাম আজাদের ছেলে।
মেহেরপুর জেলা ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, মেহেরপুরের গাংনীতে সিটি ব্যাংকের এজেন্ট খাদেমুল ইসলাম চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামি আখতারুজ্জামান সেতু চট্টগ্রাম জেলার ডবল মুরিং থানার আগ্রাবাদ এলাকায় অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর জেলা পুলিশের একটি টিম সেখানে গিয়ে তাকে আটক পূর্বক মেহেরপুরে নিয়ে আসেন।
উল্লেখ্যঃগত ২৬-০৮-২১ তারিখ বেলা সাড়ে ১১ টার দিকে মোটর সাইকেল যোগে মেহেরপুরের কোমরপুর থেকে গাংনীতে আসার পথে গাড়াডোব-আমঝুপি সড়কে ব্যাগ ভর্তি টাকা ছিনতাইয়ের উদ্দেশ্যে সিটি ব্যাংকের এজেন্ট খাদেমুল ইসলামকে গুলি করে হত্যা করে। পরে পুলিশ তার(খাদেমুল ইসলামের ব্যাগ তল্লাশি করেছে ৪৬ লক্ষ টাকা উদ্ধার করে থানার মালখানায় জমা রাখে। হত্যার ঘটনায় তার বড় ভাই বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।যার মামলা নং-৩০,তারিখঃ২৭-০৮-২১।নিহত খাদেমুল ইসলাম মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামে মিনারুল ইসলাম এর ছেলে। মামলার পর থেকে আক্তারুজ্জামান সেতু পলাতক ছিলেন।