মেহেরপুরের গাংনীতে মহান স্বাধীনতা সংগ্রামে অংশ গ্রহণ করা বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে শীতবস্ত্র (চাদর) বিতরণ করেছেন মেহেরপুর-২ (গাংনী) আসনের মাননীয় সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন। শনিবার বিকেলে উপজেলার বামন্দী বাজার এলাকার প্রাক্তন চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের মার্কেটের দ্বিতীয় তলায় এই শীতবস্ত্র বিতরণ করা হয় ।
বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২(গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।
বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোঃ নুরুল হুদার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনি মাস্টার।
এ সময় গাংনী উপজেলার বিভিন্ন ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা, নিহত বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল বাশারসহ এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।