মেহেরপুরের গাংনীতে মাইক্রোবাস ও পাখি ভ্যানের সংঘর্ষে তমিজউদ্দিন (৬২) নামের এক মাছ ব্যবসায়ী মারাত্মকভাবে আহত হয়েছে। রোববার সকাল ৯ টার দিকে উপজেলার চোখতোলা নামক স্থানে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
তমিজউদ্দিন পুরাতন মটমুড়া গ্রামের মরহুম আহম্মদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তমিজউদ্দিন গাংনী মৎস্য আড়ৎ থেকে মাছ কিনে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে চোখতোলা নামক স্থানে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস চালক নিয়ন্ত্রণ হারিয়ে তমিজউদ্দিনকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা তমিজউদ্দিনকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক তমিজউদ্দিনকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। তাকে ডাক্তারি পর্যবেক্ষণে রাখার জন্য ভর্তি রাখা হয়েছে। ঘাতক মাইক্রোচালক দ্রুত পালিয়ে যাওয়ার কারণে তাকে শনাক্ত ও আটক করা সম্ভব হয়নি হয়নি।
গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।