মেহেরপুরের গাংনীতে মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) হোসনে মোবারককে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র প্রতিবাদ ও অপরাধীদের বিচার দাবীতে মানববন্ধন করেছেন উপজেলা কর্মকর্তা কর্মচারীবৃন্দ। মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রেসক্লাবের সামনে পাকা সড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক এ মানববন্ধনের নেতৃত্ব দেন। উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের প্রায় শতাধিক কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন।
গতকাল ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত বিষয়ে বিস্তারিতভাবে উপস্থাপন ও অপরাধীদের বিচারের দাবিতে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) হোসনে মোবারক। অপরাধীদের বিরুদ্ধে গতকাল একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান শিক্ষা অফিসের ওই কর্মকর্তা। মামলা নম্বর ৫, তারিখ ০৪/১১/২০২৪ ইং
মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আদিলা আজহার আরশি, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সাইদুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, কতিপয় যুবক বিএনপি রাজনৈতিক দলের নাম ভাঙ্গিয়ে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরে ঢুকে উগ্র আচরণ দেখিয়ে কর্মকর্তা-কর্মচারীদের সব সময় আহত করেন। তাদের বিরুদ্ধে উপজেলা সব রেজিস্টার নাইমা ইসলাম, বিএডিসি কর্মকর্তা আশরাফুল ইসলাম ও উপজেলা বিআরডিবি কর্মকর্তা মাহফুজ রানাকে লাঞ্ছিত করার অভিযোগও রয়েছে।
অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
মানববন্ধনে গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন, উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরশাদ আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তী, উপজেলা এলজিইডি প্রকৌশল ফয়সাল আহমেদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাহফুজুর রহমান কল্লোল, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মাহফুজ রানা, উপজেলা সমবায় অফিসার (অঃদাঃ) মনিরুজ্জামান, উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসাদুজ্জামান,
উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার ফয়সাল বিন হাসানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।