বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রদল মেহেরপুর জেলা ও মেহেরপুর সদর উপজেলা শাখার বিদ্যমান কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। ০৩/০২/২০২১ ইং তারিখে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি মারফত এ ঘোষণা প্রকাশিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল ০৩/০২/২০২১ ইং তারিখে এ সিদ্ধান্ত অনুমোদন করেন। প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে ২৮/০১/২০২১ ইং তারিখে ছাত্রদল কেন্দ্রীয় দপ্তর কর্তৃক প্রকাশিত মেহেরপুর জেলার অধীন গাংনী উপজেলা ও গাংনী পৌর সভার কমিটির বৈধতা বহাল আছে মর্মে স্বীকৃতি প্রদান করা হয়েছে।