দ্বিতীয় স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার বিকেলের দিকে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আব্দুর রাজ্জাক মেহেরপুর সদর উপজেলার দিঘীরপাড়া গ্রামের আহাদ আলীর ছেলে। ২০২০ সালের ১২ ডিসেম্বর মেহেরপুর যুগ্ম জজ দ্বিতীয় আদালতের বিচারক কেরামত আলী যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় আব্দুর রাজ্জাককে ৩ বছর কারাদন্ড ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদন্ডাদেশ দেন। ওই সময়ে সে পলাতক ছিল। রবিবার পুলিশ তাকে গ্রেপ্তার করে। সোমবার আদালতে নেয়া হলে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।