মেহেরপুরের গাংনীতে মাত্র তিন ঘন্টার ব্যবধানে আবারও ট্রাক চাপায় প্রাণ গেল শিপন আলী (১৭) নামের এক মোটরসাইকেল চালকের। একই সাথে আহত হয়েছে চালকের খালাতো ভাই খোকন (২৩)। বুধবার (৮ জানুয়ারী) সন্ধ্যা সাতটার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ওলিনগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিপন আলী উপজেলার চিৎলা গ্রামের উত্তরপাড়ার হাফিজুল ইসলামের ছেলে।
গাংনী থানা ইন্সপেক্টর (তদন্ত) আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় কামরুল ইসলাম জানান শিপন ও খোকন নামের দুইজন ব্যক্তি মোটরসাইকেল যোগে বামন্দির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ওলিনগর নামক স্থানে পৌঁছালে মেহেরপুরের দিক থেকে আসা সবজি বোঝায় একটি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালক রাস্তায় ছিটকে পড়লে মুহূর্তের মধ্যে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয় শিপন। আহত হন তার খালাতো ভাই খোকন। মোটরসাইকেলটির দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা খোকনকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। ঘটনার পরপরই চালক ট্রাকটি নিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত সটকে পড়েন।
উল্লেখ্য, আজ বুধবার (৮ জানুয়ারী) বিকেল চারটার দিকে গাংনী উপজেলার আকুবপুর নামক স্থানে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই কলেজ ছাত্র নিহতের ঘটনা ঘটেছিল। এর মাত্র তিন ঘন্টা পর আবারও ট্রাকের চাপায় শিপন নামে এক কিশোরের প্রাণ গেল।
গাংনী থানা ইন্সপেক্টর (তদন্ত) আল মামুন জানান, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে পুলিশ মাঠে রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।