যারা সরকার দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন তাদের ব্যাপারে আল্টিমটাম দিয়েছেন উপজেলা আওয়ামীলীগ। বুধবার সকালে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও গাংনী আসনের সাংসদ সাহিদুজ্জামান খোকন তার বাস ভবন থেকে সংবাদ সম্মেলনে এ আল্টিমেটাম দেন।
সাহিদুজ্জামান খোকন বলেন, নির্বাচন প্রতিদ্বদ্বিতার জন্য কেন্দ্র থেকে যাচাই বাছাই শেষে মনোনয়ন দেয়া হয়েছে। দলের স্বার্থে সবাইকে সেটা মেনে নেয়া উচিৎ। যারা দলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তারা ঘরের ছেলে ঘরে ফিরে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। ইতোমধ্যে তেঁতুলবাড়িয়া ইউপি’র বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা বিশ্বাসকে বহিস্কার করা হয়েছে। আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত যারা তাদের প্রার্থীতা প্রত্যাহার না করে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করবেন তাদেরকে বহিষ্কার করা হবে বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে রাইপুর ও ধানখালা ইউপি নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেয়ার পরও তা প্রত্যাহারের ঘোষণা দেন যথাক্রমে হাফিজুর রহমান মকলেস ও আলী আজগর।