মেহেরপুরের গাংনীতে কাদা করার মোল্ডিং মেশিনের চাকায় পিষ্ট হয়ে কদর আলী (৩৭) নামের এক ইটভাটা শ্রমিক নিহত হয়েছে। মঙ্গলবার সকাল ৭ টার দিকে গাংনী-ধানখোলা পাকা সড়কের পাশে “আস্থা” ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কদর আলী গাংনী পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ড (থানাপাড়া)’র মৃত লাল্টু হোসেনের ছেলে।
স্থানীয় সুত্রে জানা গেছে, ইটভাটা শ্রমিক কদর আলী মঙ্গলবার (৮ মার্চ) সকাল ৭টার দিকে প্রতিদিনের মত (আরবানা) গাড়িতে করে বালু নিয়ে মাটিতে ছিটানোর কাজ করছিলেন। এ সময় পিছন দিক থেকে আসা কাদা তৈরি করার মোল্ডিং মেশিন তাকে পিছন দিক থেকে ধাক্কা দিলে সে মাটিতে লুটিয়ে পড়ে। মোল্ডিং মেশিন চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারালে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় কদর আলী।
সংবাদ পেয়ে গাংনী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন ও আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে কদম আলীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে কাদা তৈরীর মোল্ডিং মেশিন চালককে পাওয়া যায়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।