মেহেরপুরের গাংনীতে হানজালা (১৮) নামের এক যুবককে গাঁজাসহ আটক করেছে গাংনী থানা পুলিশ। সোমবার দুপুরে গাংনী মহিলা ডিগ্রী কলেজ গেটের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। হানজালা গাংনী উপজেলার বাদিয়াপাড়া গ্রামের একরামুল হকের ছেলে।
গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, গাংনী মহিলা ডিগ্রী কলেজের সামনে এক যুবক গাঁজা বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানা পুলিশের এএসআই নারদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে হানজালাকে আটক করেন। এসময় তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। হানজালা’র বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।