মেহেরপুরের গাংনীতে মরা গরু জবাই করার উদ্দেশ্যে জবেহখানায় রাখার দায়ে জাহাঙ্গীর আলম (৪৫) নামের এক কসাইকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দিবাগত মধ্য রাতে (রাত সাড়ে ১২ টা) পৌর জবেহ খানায় এ ঘটনা ঘটে।
গাংনী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন কসাই জাহাঙ্গীর আলমকে ১৫ হাজার টাকা জরিমানা করে মরা গরুটি মাটির নিচে পুঁতে রাখার আদেশ দেন। জাহাঙ্গীর আলম গাংনী পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ড ( উত্তরপাড়ার) মৃত আব্দুল গফুরের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, গাংনী বাজারের কসাই জাহাঙ্গীর আলম উপজেলার বালিয়াঘাট গ্রামের মহিবুল ইসলাম নামের এক ব্যাপারীর মাধ্যমে একটি অসুস্থ গাভী গরু কিনে মাংস বিক্রির উদ্দেশ্যে গাংনী জবেহ খানায় নিয়ে এসে রাখেন। কিছুক্ষণের মধ্যেই গাভী গরুটির মৃত্যু হয়। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও প্রাণী সম্পদ বিভাগের প্রতিনিধিরা ঘটনাস্থলে মৃত গাভী গরুটি পরীক্ষা করে সত্যতা পান। অসুস্থ গরু জবেহ করে মাংস বিক্রি চেষ্টার অপরাধে কসাই জাহাঙ্গীর আলমকে ১৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে তাকে ১ মাস করাদন্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। একই সাথে মৃত গাভিটি মাটির নিচে পুঁতে রাখার আদেশ দেন।
এ প্রসঙ্গে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাদ্দাম হোসেন বলেন, অসুস্থ পশুর মাংস বিক্রির চেষ্টার অভিযোগে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ ২০১১ আইনের ৪(১) ধারা লংঘন করার দায়ে কসাই জাহাঙ্গীর আলমকে ১৫ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়েছে। এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন প্রশাসনের ওই কর্মকর্তা।